Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৭ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৭ AM

bdmorning Image Preview


সুনামগঞ্জে ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের (পাওয়ার গ্রিড স্টেশন) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ ফেব্রুয়ারি)  বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত জেলা প্রশাসক ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলে প্রধানমন্ত্রী এই কেন্দ্র উদ্বোধন করেন।

জেলা প্রশাসক জানান, ২০১২  সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের কুমারগাঁও সাবস্টেশন উদ্বোধন করতে এলে বিদ্যুৎ গ্রিডের পরিচালক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন সুনামগঞ্জে একটি বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রয়োজনীয়তা গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সুনামগঞ্জে একটি সাবস্টেশন নির্মাণের নির্দেশ প্রদান করেন। পরে পাওয়ার গ্রিড বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ থেকে শহরের সুনামগঞ্জ-সিলেট সড়কের দেখার হাওরের পাশে ইকবালনগরে উপকেন্দ্র নির্মাণে  দরপত্র আহ্বান করে।

এটি নির্মাণের কাজ পায় সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ‘এবিপি’। ছাতক থেকে সঞ্চালনসহ ব্যয় ধরা হয় প্রায় ২০০ কোটি টাকা। 
২০১৫ সালে বাংলাদেশ পাওয়ার গ্রিডের চেয়ারম্যান নির্মাণকাজের উদ্বোধন করেন। দীর্ঘ চার বছর দুটি গ্রিড স্টেশন, নতুন খুঁটিসহ ছাতক থেকে অত্যাধুনিক সঞ্চালন লাইনের কাজ চলতি বছরের প্রথম দিকে শেষ হয়। বর্তমানে ১৩২/৩৩ গ্রিডের কেভি উপকেন্দ্র বিদ্যুৎ সরবাহের জন্য প্রস্তুত।

জেলা প্র্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আইরিন পারভীন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, জেলায় কর্মরত গণমাধ্যকর্মী, বীরমুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতৃবৃন্ধ সহ সুশীল সমাজের লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview