Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেখে নিন টি-টোয়েন্টিতে ভারতের ১০ টি লজ্জার হার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০২ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৯ AM

bdmorning Image Preview


টি-টোয়েন্টিতে ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়টা এলো নিউজিল্যান্ডের বিপক্ষে।বুধবার নিউজিল্যান্ডের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ৮০ রানে হেরেছে ভারত। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে ভারত। 

বুধবার নিউজিল্যান্ডের করা ২১৯ রানের ইনিংসটি সবচয়ে বেশি রান হজম করার ক্ষেত্রে এটা তিন নম্বরে থাকবে। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ২৪৫ তুলেছিল। তারও আগে ২০১২-তে দক্ষিণ আফ্রিকা চার উইকেট হারিয়ে ২১৯ তুলেছিল ভারতের বিরুদ্ধে।

পরিসংখ্যান বলছে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্ল্যাকক্যাপস। কুড়ি-কুড়ির ক্রিকেটে ভারত-নিউজিল্যান্ড আটবার মুখোমুখি হয়েছে। ভারতের জয়ের হার ২৫ শতাংশ। এই ফরম্যাটে অনান্য দলের তুলনায় যা সর্বনিম্ন। সবদিক থেকে বিচার করে দেখা যাচ্ছে যে, রান তাড়া করতে নেমে ভারত ১৭বার হেরেছে। প্রথমে ব্যাট করে হারতে হয়েছে ২১ বার। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া ১১১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৬৯ বার জিতেছে, ৩৮ বার হেরেছে। টাই হয়েছে মাত্র একবার।

দেখে নেওয়া যাক সবচেয়ে বড় ব্যবধানে হারা ভারতের ১০টি ম্যাচের পরিসংখ্যান:

১) ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮০ রানে হার

২) ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯ রানে হার

৩) ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৭ রানে হার

৪) ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪০ রানে হার

৫) ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩১ রানে হার

৬) ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯ রানে হার

৭) ২০১০ সালে উইন্ডিজের বিরুদ্ধে ১৪ রানে হার

৮) ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ রানে হার

৯) ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১ রানে হার।

১০) ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ রানে হার।

Bootstrap Image Preview