Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথ গ্রহণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১১ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১১ AM

bdmorning Image Preview


ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ সাদেক আহমেদ খান, মোঃ মোর্ত্তজা হোসেন, শেখ শফিকুল ইসলাম মঞ্জু ও আবু সাইদ বিশ্বাস।

উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ২ হাজার ৯’শ ৬২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৭’শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতি পদে ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক পদে আশরাফুজ্জামান খোকন, কার্যকরী সভাপতি পদে এস এম আবু সাইদ, সহ-সভাপতি পদে অলিউর রহমান, আমির ফয়সাল মহব্বত ও রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও যুগ্ম-সম্পাদক পদে মিজানুর রহমান মাসুম, সহ-সাধারণ সম্পাদক পদে আতিয়ার রহমান ও আত্তাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মতিয়ার রহমান, সহ-সাংগঠনিক পদে আলম শেখ, দফতর সম্পাদক পদে টুলু বিশ্বাস চুন্নু, প্রচার সম্পাদক পদে গোলাম মোস্তফা ডাবলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজানুর রহমান, শ্রমকল্যাণ সম্পাদক পদে সুমন ব্যানার্জী, কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম, সড়ক সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন, কার্যকরী সদস্য পদে আকবর হোসেন, আব্দুল বারিক, পলাশ কুমার বসু, লিটন মিয়া, মনিরুল ইসলাম ও মশিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।

 

 

 

Bootstrap Image Preview