Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ কবে, কখন ‍ও কোথায় দেখবেন ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৩ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview


টেস্ট ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে গেছেন ৮ ক্রিকেটার। ৯ ফেব্রুয়ারি ১৫ সদস্যের দলের বাকি ৭ ক্রিকেটার যাবেন কিউইদের দেশে। ১৩ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। 

নিউজিল্যান্ডের মাটিতে এখনো সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ দল। তাই টাইগারদের এবার লক্ষ্য থাকবে অন্তত একটি সিরিজ জিতে নিয়ে দেশে ফিরতে। তবে কাজটি মোটেও সহজ হবে না সেটা মাশরাফি ও সাকিবরা খুব ভালো করেই জানেন। 

এদিকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচ গুলো বাংলাদেশি সমর্থকদের দেখতে রাত জাগতে হবে। কারণ ছয়টি ম্যাচের পাচটিই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়। শুধু মাত্র ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭ টায়। সিরিজের প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। 

বাংলাদেশের ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড সফরের সূচি (ওয়ানডে সিরিজ)
প্রথম ওয়ানডে, ১৩ ফেব্রুয়ারি-নেপিয়ার, সকাল ৭টা
দ্বিতীয় ওয়ানডে, ১৬ ফেব্রুয়ারি-ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
তৃতীয় ওয়ানডে, ২০ ফেব্রুয়ারি-ডানেডিন, ভোর ৪টা

বাংলাদেশের টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড সফরের সূচি (টেস্ট সিরিজ)
প্রথম টেস্ট, ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ, হ্যামিল্টন, ভোর ৪টা
দ্বিতীয় টেস্ট, ৮–১২ মার্চ, ওয়েলিংটন, ভোর ৪টা
তৃতীয় টেস্ট, ১৬–২০ মার্চ, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা

 

 

Bootstrap Image Preview