Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুলি করে আওয়ামী লীগের নেতাকে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৫ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৫ AM

bdmorning Image Preview


দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলা পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম (৬২)।

আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে তাঁর নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথে রাত ১০টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

মুস্তাফিজুর রহমান সেলিমের ছোট ভাই রুবেল হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে রূপপুর বিবিসি বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই। একপর্যায়ে বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে এসে তাঁর ওপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। প্রথমে তাঁকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামীম জানান, সেলিমের বুকে ও পিঠে একাধিক গুলি লেগেছিল। এর মধ্যে একটি গুলি বের করে রাত ১০টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইফুল আলম বাবু মণ্ডল বলেন, মুস্তাফিজুর রহমান সেলিম দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বলে শুনেছি। বর্তমানে আমি ঢাকায় আছি। কে বা কারা গুলি করেছে তা জানতে পারিনি।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এখন আমরা সবাই ব্যস্ত আছি। বিস্তারিত পরে জানানো হবে।

Bootstrap Image Preview