যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী প্রতিষ্ঠান নাভারণ ঘোষ ডেয়ারী হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করার অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকালে শার্শা ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মৌসুমী জেরীন কান্তা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় তিনি নাভারণ ঘোষ ডেয়ারী রান্না ঘরে পরিদর্শনে গিয়ে রান্নাস্থান খুবই অস্বাস্থ্যকর থাকার কারণে নাভারণ ঘোষ ডেয়ারী পরিচালক আতিয়ার রহমানকে তাতক্ষনিক ভাবে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা হেলথ সেনেটারী ইন্সপেক্টর সেফালী খাতুন, শার্শা থানা পুলিশেন এস আই হাসান আলীসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।