Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, ছিটকে গেলেন স্টার্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৯ PM

bdmorning Image Preview


ফিরতি সিরিজে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি নিবে অস্ট্রেলিয়া। প্রস্তাবিত সিরিজে  ভারত বিপক্ষে দুটি টি-টুয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।  এই সফরকে সামনে রেখে আজ টি-টোয়েন্টির ও ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া্ দল থেকে ইনজুরির জন্য ছিটকে গেছেন মির্চেল স্টার্ক ও মির্চেল মার্শ। 

এদিকে চলতি আসরের বিগব্যাশে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার ভারতের বিপক্ষে দলে ফিরছেন কেন রিচার্ডশন। তবে ভারত সফরে দলে ফেরা পিটার সিডল ও বিনি স্ট্যানলেক দুজনই বাদ পড়েছেন দল থেকে। 

শরীরের উপরিভাগের টিস্যু ইনজুরিতে ভুগছেন তিনি। তাই ভারতের বিপক্ষে দুই ফরম্যাটেই ছিটকে গেছেন স্টার্ক। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন স্টার্ক। কিন্তু এর পরপরই স্টার্কের ইনজুরির সংবাদটি পায় অস্ট্রেলিয়া।

৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে দ্বাদশ বিশ্বকাপের আসর৷ গতবারের চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে অস্ট্রেলিয়া৷ ২৯ মার্চের পর জাতীয় দলে ফেরার রাস্তা খুলবে স্মিথ-ওয়ার্নারের৷ তবে ওয়ার্নারকে বিশ্বকাপে সুস্থ পেলেন স্মিথকে নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে সংবাদ মাধ্যমের কাছে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। 

ভারত সফরে অজিদের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি৷ প্রথমে দু’টি টি-২০ তার পর পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ৷ টি-২০ ম্যাচ দু’টি হবে বিশাখাপত্তনম ও বেঙ্গালুরুতে৷ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ২ মার্চ, হায়দরাবাদে৷ চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত৷

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি/ওডিআই স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক) প্যাট কামিন্স (সহ অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ অধিনায়ক), জেসন বিয়ারহেনরফ, নাথান কোল্টার-নাইল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, নাথান লিয়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি আর্সি শর্ট, মার্কাস স্টোয়েনস, অ্যাশটন টার্নার, অ্যাডাম জ্যাম্পা।

Bootstrap Image Preview