Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপির শীর্ষ ১৪ নেতার জামিন স্থগিতের আদেশ ২৪ ফেব্রুয়ারি

বিডিমর্নিং ডেস্কঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০২ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর হাতিরঝিল ও খিলগাঁও থানায় নাশকতার দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ১৪ নেতাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের বিষয়ে আদেশ দেয়া হবে আগামী ২৪ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের একটি আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানি করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অন্য নেতার হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আমান উল্লাহ আমান ও ডাক্তার এম জেড জাহিদ, বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

 

Bootstrap Image Preview