Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোনিকার মৃত্যুর সকল অভিযোগ থেকে মুক্ত বিক্রম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৪ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৪ PM

bdmorning Image Preview


২০১৭ সালের ২৯ এপ্রিল ভোরে টালিগঞ্জ থানা এলাকার লেক মলের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান জনপ্রিয় মডেল সোনিকা। সে সময় গাড়ি চালাচ্ছিলেন তার প্রেমিক অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সে ঘটনায় তিনিও জখম হন।

পুলিশ প্রথমে বিক্রমের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে। কিন্তু তদন্তে পুলিশ জানতে পারে, অতিরিক্ত নেশা করার ফলে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন বিক্রম। ঐ সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১০৫ কিলোমিটার।

বিক্রমের দাবি, সব অভিযোগ থেকে তাঁকে মুক্তি দেওয়া হোক। সোনিকা সিং চৌহানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে ওই আবেদন জানিয়েছিলেন অভিযুক্ত অভিনেতা বিক্রম। গত সোমবার (৪ ফেব্রুয়ারি) তাঁর সেই আবেদনের শুনানি শেষ হয়েছে।

Bootstrap Image Preview