টালিউডের প্রথম সারির নায়িকাদের একজন মিমি চক্রবর্তী। অভিনয়ে দর্শকের মনে জায়গা করে নিলেও বর্তমান সময়ের জনপ্রিয় অ্যাপস টিকটকের ভিডিওতে ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী।
টিকটক ভিডিওতে মিমির নানা রকম অঙ্গভঙ্গি ভক্তরা বেশ পছন্দ করেছেন। কখনও তাকে বিভিন্ন ডায়লগের সাথে ঠোঁট মেলাতে দেখা যাচ্ছে। আবার কখনও বা নাচতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে মিমিকে ভিন্নভাবে দেখে ভক্তরাও বেশ মজা পাচ্ছে।
এদিকে টালিউডের আরেক নায়িকা নুসরাত জাহানও টিকটক ভিডিও এর মাধ্যমে ভক্তদের মাতিয়ে রাখছেন।
প্রসঙ্গত, ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মিমি। ‘বোঝে না সে বোঝে না’ চলচ্চিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান তিনি। এরপর ‘বাঙালি বাবু ইংলিশ মেম’, ‘যোদ্ধা-দ্য ওয়ারিয়র’, ‘শুধু তোমারি জন্য’, ‘গল্প হলেও সত্যি’, ‘খাদ’, ‘জামাই ৪২০’, ‘কাঠমাণ্ডু’, ‘কেলোর কীর্তি’, ‘গ্যাংস্টার’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মিমি।