Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে বাংলাদেশের সেরা স্কোয়ার্ড বাছাই করলেন হার্শা ভোগলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৮ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে দ্বাদশ বিশ্বকাপের আসর৷ এই আসরেকে সামনে রেখে এর মধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে দল গুলো। মূলত বিশ্বকাপের আগের সিরিজ গুলোতেই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে অংশ নেওয়া দল গুলো।

বর্তমান সময়ে প্রতিটি দলই আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে ব্যাস্থ। দুইবারের চ্যাম্পিয়ন ভারত এখন নিউজিল্যান্ড সফর করছে। এই সফর শেষের পর ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

অন্যদিকে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে ১৩ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। ওয়াডের পর তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফর শেষ করে আয়ারল্যান্ডে তিন জাতি ক্রিকেট টুর্সামেন্টে অংশ নেবে বাংলাদেশ। মূলত এই সিরিজ গুলোতেই বিশ্বকাপের স্কোয়ার্ডের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। 

প্রতিটি দলের পারফরম্যান্সের উপরই নজর রাখছেন ক্রিকেট বিশ্লেষকরা। জনপ্রিয় ক্রিকেট বিশ্লষক হার্শা ভোগলে বিশ্বকাপের জন্য নিজের পছন্দের বাংলাদেশ স্কোয়াড দিয়েছেন।  তার সেই ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন সদ্য নিউজিল্যান্ড সফরে দল থেকে বাদ পড়া ইমরুল কায়েস। এছাড়া নিষেধাজ্ঞার একমাস আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাব্বির রহমান। 

বিশ্বকাপের জন্য হার্শা ভোগলের পছন্দের বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন।

Bootstrap Image Preview