আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কারণে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি রাজীব হাসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় সংসদের নেতারা উপাচার্য আখতারুজ্জামান বরাবর এই স্মারকলিপি দেন।
এতে ক্যাম্পাসে ন্যূনতম সব ছাত্র সংগঠনের সহাবস্থান ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার নিশ্চিত হওয়ার পর ডাকসু নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়।
প্রসঙ্গত, প্রায় তিন দশক পর আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন হবে। ইতোমধ্যে ছাত্রসংগঠনগুলো ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণা চালানো শুরু করে দিয়েছে।