Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সারাদেশে ৩৩ শতাংশ বাসের নেই ফিটনেস সার্টিফিকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৯ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সারাদেশে রাস্তায় চলাচল করা যাত্রীবাহী বাসের মধ্যে ৩৩ শতাংশ বাসের ফিটনেস সার্টিফিকেট নেই বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অন্যদিকে, ৫৬ শতাংশ বাসের গতি নিয়ন্ত্রক সার্টিফিকেট নেই বলেও জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী মো. তানভীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিনে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ প্রতিবেদন দাখিল করা হয়।

১৫০ পৃষ্ঠার উপরে দাখিল করা এ প্রতিবেদন ঢাকা, মাওয়া, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় যানবাহনের ওপর জরিপ চালিয়ে তৈরি করা হয়েছে।

Bootstrap Image Preview