Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ড সফর নিয়ে আশাবাদী মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২০ PM

bdmorning Image Preview


বিপিএল শেষ না হতেই ৬ ফেব্রুয়ারি তিন ওয়ানডে ও তিন টেস্টের জন্য নিউজিল্যান্ড সফরে গেছেন আট ক্রিকেটার। বিপিএল শেষ হলেই ৯ ফেব্রুয়ারি তাদের সাথে যোগ দেবেন আর সাত ক্রিকেটার। আসন্ন সিরিজ উপলক্ষে প্রথম বহরে নিউজিল্যান্ডে যাওয়া মুশফিক দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন, নিউজিল্যান্ডই হবে বিশ্বকাপের জন্য টাইগারদের প্রস্তুতির মঞ্চ। 

এদিকে বুধবার বিপিএল ষষ্ঠ আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকার বিপক্ষে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট শেষ করেছে মাশরাফির রংপুর রাইডার্স। খুব শিঘ্রই তিনিও সাত ক্রিকেটারকে নিয়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। তার আগে বুধবার ঢাকার ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে নিউজিল্যান্ড সফর নিয়ে কথা বললেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনিও মুশফিকের মতোই নিউজিল্যান্ড সফরে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছেন।

‘প্রস্তুতি নিয়ে গিয়ে গতবার পারিনি। এবার প্রস্তুতি ছাড়া গিয়ে যদি পারি তাহলে পরেরবার প্রস্তুতি ছাড়াই যাবো। তবে বিশ্বকাপের জন্য এটা খুব ভালো প্রস্তুতি। কমপক্ষে সামনের ছয় বা পাঁচ মাসের দিকে তাকান এটা খুব আদর্শ সময়। বিশ্বকাপের জন্য একটা বেইস তৈরি করা যাবে। বিপিএল চলায় প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে। আমাদেরকে মানিয়ে নিতে হবে। অবশ্যই জেতার চেষ্টা করবো। সম্ভাব সেরা ক্রিকেট খেলার চেষ্ট করবো ইনশাআল্লাহ।’

এদিকে নিউজিল্যান্ডের মাটিতে এখনো ওয়ানডে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তাই এই সফরটা কতটা চ্যালেঞ্জিং হবে এমন একটি প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ‘বেশি আশা কাউকে দেব না। আমি অনেক ইতিবাচক অবশ্যই। বলার সময় এতেটা আত্মবিশ্বাস থাকে না আমার। তবে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলবো আশা করি। সম্ভাবনা তো অবশ্যই আছে। শেষ সফরে কিন্তু আমরা একটায় জয়ের কাছাকাছি ছিলাম। আমি তো এবার দারুণ কিছুর প্রত্যাশা করছি। তবে সেখানে ভালো করাটা চ্যালেঞ্জিং হবে।’

Bootstrap Image Preview