Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে কলেজছাত্রী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১১ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১১ PM

bdmorning Image Preview


ঝালকাঠিতে কলেজছাত্রী বেনজির জাহান মুক্তাকে গলাকেটে নৃশংস হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের সরকারি কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের অংশগ্রহণে ঝালকাঠি সরকারি কলেজ ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস বেপারী, কলেজ ছাত্রলীগ নেতা আশিকুর রহমানসহ আরো অনেকে। এসময় বক্তারা নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে শিক্ষার্থীদের চলাচলে নিরাপদ পরিবেশের দাবি জানান।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের কাপুড়িয়া বাড়ি এলাকায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

Bootstrap Image Preview