Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভ্রু নাচিয়ে নয়, চুম্বনে ঝড় তুললেন প্রিয়া (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৩ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৩ PM

bdmorning Image Preview


ভাইরাল হওয়াটাকে একেবারে পানিভাত করে ফেলছেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র৷ মালায়লাম ‘অরু আদার লাভ’ ছবির গানের ২৫ সেকেন্ড ভিডিও ক্লিপে রাতারাতি তারকা বনে যান তিনি। মূলত প্রিয়া প্রকাশের চোখের চাউনি এই ভিডিওর মূল আকর্ষণ ছিলো। চোখের চাউনি যতটা জনপ্রিয় হয়েছে ঠিক ততটাই বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে।

সেই ঝড় থামতে না থামতেই নতুন ভিডিও হাজির। এবারের ভিডিওটি আরো বেশি চর্চিত। কারণ এবার দর্শকের চোখ আটকে গেছে চুমুতে। ভিডিওটি ইন্টারনেটে আসতে না আসতেই ফের প্রিয়ায় কাবু নেটিজেন।

সহ-অভিনেতার সাথে এমন সাবলীল রোমান্স করা প্রসঙ্গে প্রিয়া বলেন, ‘আমরা আগে থেকে কাউকে চিনতাম না। শুটিং এর সেটেও তেমন একটা কথা হয়নি। আমার মনে হয় সেই সতেজতাটাই পর্দায় উঠে এসেছে। এমন লাজুক হাসি হয়তো সেই কারণেই আমার দিক থেকে বের হয়েছে।’

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ওমর লুলু পরিচালিত ‘অরু আদার লাভ’ ছবিটি। চুমুর ভিডিওটি নিয়ে সমালোচকদের দাবি, এমন আবেগঘন দৃশ্যে প্রিয়ার মুখে কোনো অভিব্যক্তিই ছিল না। সে অভিনেত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। এ দৃশ্যটিকে তারা বিরক্তিকর বলে আখ্যায়িত করেছেন।

দেখে নিন ভিডিওটি-

Bootstrap Image Preview