Bootstrap Image Preview
ঢাকা, ২৬ সোমবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরল প্রজাতির নীলগাই দুটি সঙ্গী পেতে যাচ্ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৯ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview


রাজশাহীতে পাওয়া নীলগাই নামের বিরল প্রাণীটি এবার সঙ্গী পেতে যাচ্ছে। প্রাণীটিকে গত বছর দিনাজপুরে প্রাপ্ত নারী নীলগাইটির কাছে নেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকায় এই পুরুষ নীলগাইটি পাওয়া যায়। প্রাণীটিকে রাজশাহী বন্যপ্রাণী উদ্ধার ও পুণর্বাসন কেন্দ্রে এনে চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার সকালে একে বন বিভাগের কাছে হস্তান্তর করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল যাদুয়ার এলাকায় পাওয়া গিয়েছিল একটি নারী নীলগাই। ওই নীলগাইটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে বনবিভাগের তত্বাবধানে রয়েছে।

জানা যায়, প্রজননের উদ্দেশে রাজশাহী থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পুরুষটি নীল গাইটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের রাখা নারী নীলগাই কাছে নেওয়া হবে। সেখানে প্রজননের মাধ্যমে বিলুপ্তপ্রায় এই প্রাণীটির বংশবিস্তার ঘটবে বলে আশা করছেন বনবিভাগের কর্মকর্তারা।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, নীলগাই অনেক আগেই আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল খাতায় নাম লিখিয়েছে। নারী নীলগাইটি ধরা পড়ার আগে বাংলাদেশে একটিও নীলগাই ছিল না। এখন বাংলাদেশে এর সংখ্যা দুটি হল।

Bootstrap Image Preview