Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএল ফাইনালের টিকিটের দামে 'আগুন'!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview



আগামীকাল পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর  ষষ্ঠ আসরের। ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভেক্টোরিয়ানস।

হাই-ভোল্টেজ এই ম্যাচ গ্যালারীতে বসে দেখার জন্য টাইগারভক্তরা মুখিয়ে আছেন। তাই তাদের জন্য আগামীকালকের ম্যাচের টিকিটের দাম সম্পর্কে একটু জানিয়ে রাখি। 
ফাইনাল ম্যাচে টিকিটের দাম একটু বেড়েছে। গ্যালারি (রেগুলার) ৩০০ টাকা করে ছিলো সেটি ৪০০ টাকা করা হয়েছে। 

গ্যালারি শেড ১৫০ টাকা ছিলো সেটির দাম নির্ধারন করা হয়েছে ৫০০ টাকা। ক্লাব হাউজ ৩০০ টাকা থেকে ১০০০ টাকা । ভিআইপি স্ট্যান্ড ও ৩০০ টাকা থেকে ১০০০টাকা করা হয়েছে। এছাড়াও গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ থেকে ৪০০০ টাকা বাড়ানো হয়েছে। 

ফাইনাল (ফেব্রুয়ারি ৮): গ্যালারি (রেগুলার) ৪০০, গ্যালারি (শেড) ৫০০, ক্লাব হাউজ ১০০০, ভিআইপি স্ট্যান্ড ১০০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৪০০০।

উল্লেখ্য, আগামীকাল সন্ধ্যা ৭টায় ফাইনাল খেলায় মুখোমুখি হবে কুমিল্লা ভেক্টোরিয়ান্স ও ডাকা ডাইনামাইটস।

Bootstrap Image Preview