Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শুধু সাকিব নয়, মাশরাফিও ভক্তের আশা পূরণ করেছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৮ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৪ PM

bdmorning Image Preview



বিপিএল চলাকালীন সময়ে মাঠের মধ্যে এক ভক্ত মাশরাফিকে জড়িয়ে ধরে ছবি তুলতে চান। কিন্তু আচংকা পিছন থেকে কমরে হাত দেওয়ায় মাশরাফি একটু বিরক্ত বোধ করেন। যার জন্য ভক্তের হাতটি সরিয়ে দেন কিন্তু তাঁর কথা রাখেন ছবি তুলে তাঁর মনের আশা পূরন করেন।

সম্প্রতি মাশরাফির এই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে বেশ ভাইরাল হয়েছে। ভক্তের সাথে মাশরাফির এই ধরনের ব্যবহার ঠিক হয়নি। আসলেই কি তাই? মাশরাফি কি এই মনের মানুষ? 

একটা গল্প বলি, গত বছরের কথা । ঘরের মাঠে শ্রীলংকা সিরিজের আগে স্টেডিয়ামের সামনে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন ম্যাশ। 

তখন স্টেডিয়ামের ভিতরে একজন লোক কোন ভাবে ডুকেছে মাশরাফির সঙ্গে একটা ছবি তুলবেন। কিন্তু কি ভাবে? কিভাবে মাশরাফির কাছে যাবেন? তাই কোন উপায় না পেয়ে পাশে থাকা গাড়ির সামনে একটু উচু জায়গায় দাঁড়িয়ে মাশরাইকে পিছনে রেখে সেলফি তুলছিলেন।

ঠিক সেই মুহূর্তে মাশরাফির চোখ যায় লোকটির দিকে। সাংবাদিকদের সাথে কথা বন্ধ করে লোকটি কাছে ডাকেন। হাত থেকে মোবাইলটা নিয়ে জোড়িয়ে ধরে সেফফি তুললেন। এরপর হাসি মুখে বললেন ছবি তুলবেন এতো দূর থেকে কষ্ট করে কেন তুলছেন আমার কাছে বললেই তো হতো।

প্রিয় ক্রিকেটারের এমন ভালোবাসা দেখে লোকটির চোখে মুখে খুশির আনন্দ যে কতটা ছিলো সেটি চোখে না দেখলে বিশ্বাস করার মত না।

যাই হোক বিপিএলের মাঠে গায়ে হাত দেওয়াতে মাশরাফি ভক্তের হাত সরিয়ে নিয়েছেন এটা তেমন বড় কিছু নয়। কারণ সেও একজন মানুষ তাঁর একটা মন আছে। আমাদের সব সময় বুঝা উচিত মন সব সময় এক রকম থাকে না।

গতকাল বিপিএলে রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা ডাইনামাইটস। ফাইনালে উঠার জয়ের আনন্দ নিয়ে স্টেডিয়াম ছেড়ে যখন সাকিবরা টিম বাসে উটছিলেন তখন গ্রাম থেকে খেলা দেখতে আসা একটি ছেলে সাকিবের সাথে ছবি তোলার চেষ্টা করেন। 

কিন্তু নিরাপত্তাকর্মীদের ভেদ করে কিছুতেই সাকিবের কাছে পৌঁছাতে পারছিলেন না। প্রিয় ক্রিকেটারের সাথে ছবি না তুলতে পেরে ছেলেটি তখন কেঁদেই ফেলে। ঠিক সেই সময় চেলেটির দিকে চোখ যায় সাকিবের বিষয়টি বুঝতে পারেন সাকিব যে ছেলেটি তাঁর সঙ্গে ছবি তুলতে চাচ্ছেন কিন্তু পারছে না। 

এমন অবস্থায় সাকিব বাস থেকে নেমে ছেলেটির সাথে হাসি মুখে একটি ছবি তোলেন।

এর পরেই অনেকেই মাশরাফির ঐ ঘটনার সঙ্গে সাকিবের এই ঘটনার তুলনা করছেন। আসলে মাশরাফি বাঁ সাকিব যাকেই বলেন তাঁরা কেউ চায় না কোন ভক্তকে কষ্ট দিতে। অনেক সময় মন, মানসিকতা ভালো না থাকায় কিছু ঘটনা ঘটে যায় তাতে দোষের কিছু নেই। 

Bootstrap Image Preview