Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দীর্ঘ ৯ বছর পর ঢাবিতে ছাত্রদলের মিছিল-শোডাউন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৫ PM

bdmorning Image Preview


দীর্ঘ ৯ বছর পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও বড় ধরনের শোডাউন করল জাতীয়তাবাদী ছাত্রদল। ২০১০ সালের পর এটিই তাদের মিছিল।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) সামনে রেখে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে আসেন।

বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থানসহ ৭ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কার্যালয়ের কাছে স্মারকলিপি দেন তারা।

ভিসি অফিসে স্মারকলিপি দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত, ৯ বছর আগে ২০১০ সালের ১৮ জানুয়ারি ছাত্রদল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করে। ওইদিন ছাত্রলীগের হামলায় আহত হন তৎকালীন ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী। এরপর আর ছাত্রদলকে ক্যাম্পাসে দীর্ঘসময় অবস্থান করতে কিংবা মিছিল-শোডাউন করতে দেখা যায়নি।

Bootstrap Image Preview