স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে 'ফাউন্ডার প্রেসিডেন্ট কাপ-২০১৯' ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
বুধবার (৬ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের প্লে-গ্রাউন্ডে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে বিজয়ী হয়, বিবিএ ৫৭ ব্যাচের শিক্ষার্থীরা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, বিজয়ী দলের আরেফিন রানা।
এসময় উপস্থিত ছিলেন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আলী নকী, বিশ্ববিদ্যালয়টির প্রক্টর আরিফুর রহমান, বিবিএ বিভাগের ডিন প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, বিবিএ বিভাগের কো-অর্ডিনেটর নাঈম জালাল উদ্দিনসহ বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আলী নকী খেলায় অংশ নেয়া সকল দল এবং টুর্নামেন্টটির আয়োজন করা বিবিএ বিভাগের সকলকে ধন্যবাদ এবং উৎসাহ প্রদান করে বলেন, আগামীতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এম এ হান্নান ফিরোজের স্বরণে এই টুর্নামেন্ট আরো বড় পরিসরে হবে বলে আশা করছি।
সব শেষে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ফাউন্ডার প্রেসিডেন্ট কাপ-২০১৯ এর শিরোপা বিজয়ী দল বিবিএ ৫৭ এর খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, গত ১২ জানয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে খেলা দু'টি দল হল বিবিএ ৫৭ এবং ৬৬ ব্যাচ।