Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে নকলের অভিযোগে ৬ পরিক্ষার্থী বহিষ্কার 

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ PM

bdmorning Image Preview


নীলফামারীতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় নকল করার অভিযোগে ৬ এসএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেন।  

বৃহস্পতিবার (৭ ফেব্রয়ারি) বেলা ১২ টার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- মন্থনা উচ্চ বিদ্যালয়ের নুর হোসেন ও শামীম হোসেন মুন, ভেড়ভেড়ী মাঝাপাড়া উচ্চ বিদ্যালয়ের মো. মাহাদী হাসান, বেগম খালেদা জিয়া উচ্চ বিদ্যালয়ের সৌরভ আলী, কালিকাপুর স্কুল এন্ড কলেজের মারিফুল ইসলাম এবং কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাইফুল আলম।

কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে এসব পরিক্ষার্থীদের নকল করার অভিযোগে বহিষ্কার করা হয়।  


 

Bootstrap Image Preview