ভিসা সমস্যা ও বিপিএল থাকার কারণে নিউজিল্যান্ড সফরে এক সঙ্গে যাওয়া হচ্ছে না টাইগার দলের খেলোয়াড়দের। তাই তিনটি দলে বিভক্ত হয়ে বিমানে উঠছেন ক্রিকেটাররা।
গত ৬ ফ্রেব্রুয়ারি প্রথম বহরে নিউজিল্যান্ড গিয়েছেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান এবং নাঈম হাসান।
এবার দলের সাথে যোগ দিতে আজ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন শফিউল ইসলাম, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক ও সাদমান ইসলাম।
নিউজিল্যান্ড দলের বিপক্ষে আগামী ১০ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
ওয়ানডে দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম।
টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন চৌধুরী।