Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুপুরে ভারতের মরণ-বাঁচন লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৭ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৫ AM

bdmorning Image Preview


শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ রক্ষার লড়াইয়ে নামতে হচ্ছে রোহিত শর্মার ভারতকে। তিন ম্যাচের সিরিজে প্রথমটায় হেরে রোহিতরা পিছিয়ে ০-১। খেলাটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

ওয়েলিংটনে আট ব্যাটসম্যান খেলিয়েও রান তাড়া করতে ব্যর্থ হয়েছিল ভারত। তাছাড়া বুমরা-মোহম্মদ শামিহীন পেস বোলিংকে বেশ দুর্বলই দেখিয়েছে ভারতকে। তাদের অনুপস্থিতে বিশ্বকাপের দৌড়ে থাকা খলিল আহমেদ খুব একটা দাগ কাটতে পারেননি। তাই তাঁর জায়গায় মোহম্মদ সিরাজ বা সিদ্ধার্থ কলকে খেলানো হলেও হতে পারে।

এদিকে প্রথম স্পেলে দু’ওভারে মাত্র দু’রান দিয়ে ভারতের রান তোলার গতি আটকে দিয়েছিলেন নিউজ়িল্যান্ডের টিম সাউদি। তুলে নিয়েছিলেন রোহিত শর্মাকেও। প্রথম টি২০আই-তে দলে ফিরে এসেই তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। দ্বিতীয় ম্যাচেও তিনিই থাকবেন বোলিং আক্রমণের নেতৃত্বে। 

দুই দলের সম্ভাব্য একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, ঋষভ পান্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।

নিউজিল্যান্ড: কলিন মুনরো, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, ডেরিল মিচেল, কলিন ডি গ্র্যান্ডহোমি, মিচেল স্যান্টনার, স্কট কাগেলেইজ্ন, টিম সাউদি, ইশ সোধি, ও লোকি ফার্গুসন।

Bootstrap Image Preview