Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইজিপি পদক পেলেন ঝিনাইদহের ২ পুলিশ কর্মকর্তা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview


কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আইজিপি পদক পেলেন ঝিনাইদহের ২ পুলিশ কর্মকর্তা।

পদকপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী ও ঝিনাইদহ সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মহসীন হোসেন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারি তাদের ব্যাজ পরিয়ে দেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমানসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী ঝিনাইদহের যোগদান করার পর থেকেই শৈলকুপা ও হরিণাকুন্ডুর উপজেলার ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন, ডাকাতি মামলার আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাস দমন, নাশকতা প্রতিরোধে অবদান রেখেছেন।

এ দিকে সদর থানার চাঞ্চল্যকার ক্লু-লেস সেনাসদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার, সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারসহ সফল পুলিশিং কার্যক্রমে পুলিশ পরিদর্শক (অপারেশন) মহাসিন হোসেন পুরস্কৃত হয়েছে।

জেলা পুলিশের এই দুই কর্মকর্তার আইজিপি পদক পাওযায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Bootstrap Image Preview