Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএল দিলে দলে ফিরলেন গেইল-লুইস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩০ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview


বিপিএলে পারফর্ম করে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে ফিরেছেন ক্যারিবিয়ার দুই ওপেনরার ক্রিস গেইল ও এভিন লুইসও। এছাড়া টি-টোয়েন্টতে খেলার পুরান প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন।

এর আগে আফগানিস্তান প্রিমিয়ার লিগ খেলার জন্য ভারত ও বাংলাদেশ সফর থেকে নিজের তুলে নিয়েছিলেন গেইল। এছাড়া ব্যাক্তিগত সমস্যার কথা উল্লেখ করে লুইস বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে না খেলেলে খেলেছিলেন টি-টোয়েন্টিতে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলা নিকোলাস পুরান। এর আগে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৮ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। 

এদিকে হাঁটুর চোটের চিকিৎসার জন্য দল থেকে ছিটকে গেলেন মারলন স্যামুয়েলস। তবে ক্যারিবিয়ানদের জন্য খুশির খবর ১৪ সদস্যের ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরছেন অধিনায়ক জেসন হোল্ডার। 

ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, সিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কেমার রোচ, ওসানে থমাস।

Bootstrap Image Preview