Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview


কক্সবাজারের রামু তুলাবাগান হাইওয়ে থানার পুলিশে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তুলাবাগান হাইওয়ে থানার সামনে কক্সবাজার যাওয়ার পথে একটি প্রাইভেটকারে তল্লাশী করে বিশেষ কায়দায় গ্যাস সিলিন্ডারে লুকানো এই ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- নড়াইলের গোলাম মোস্তফার ছেলে ইসমাইল হোসাইন মিন্টু (৩৯) ও একই এলাকার আবু বক্করের মেয়ে আসমা আক্তার সানিয়া (৩২)৷ উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম বিডিমর্নিংকে ঘটনার সত্যটা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট ধারায় রামু থানায় মামলার দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে৷

Bootstrap Image Preview