Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সড়কে ঝরে পড়ল মেধাবী ছাত্রীর প্রাণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২১ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৪ AM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে শাপলা রানী নামে নবম শ্রেণিতে পুড়ুয়া এক মেদাবী ছাত্রী (কুমারী) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দু'জন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাগলপুর সংলগ্ন এশিয়ান হাইওয়ের একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাপলা রানী জয়পুর ইউনিয়নের আলদাতপুর প্রামাণিক পাড়া গ্রামের গোপাল চন্দ্র প্রামাণিকের মেয়ে এবং বেলঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো বলে জানা গেছে।

আহত অবস্থায় শাপলা রানী, তার মামা গোপাল চন্দ্র ও মেসোকে দ্রুত আশঙ্কাজনক অবস্থায় ফুলবাড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আশঙ্কাজনক অন্য দু'জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে রেফার করা হয়।

Bootstrap Image Preview