Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলা সীমান্তে শীতল মাঠবিওপির শেখপাড়া এলাকা থেকে ২৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা।

বৃহস্পতিবার (৭ ফ্রেরুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীনস্থ শীতলমাঠ বিওপি'র টহল কমান্ডার সুবেদার মো.রহমত উল্লাহ’র নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৫ থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেখপাড়া গ্রামের একটি মাঠে এ অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে মাদকদ্রব্য বহনকারী পালিয়ে যায়।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জাহিদ হাসান বলেন, শীতলমাঠ বিওপি’র শেখপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ২৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক চোরাকারবারীদেরকে পলাতক আসামি করে মালামালসহ নিকটস্থ পত্নীতলা থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview