Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হলে গাঁজা সেবন চবি ৬ ছাত্রকে সাময়িক বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১২ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview


আবাসিক হলে গাঁজা সেবনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ দেয়। বহিষ্কৃতরা চবি ছাত্রলীগের সক্রিয় সদস্য। বর্তমানে চবিতে ছাত্রলীগের কোনো বৈধ কমিটি নেই।

গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের চতুর্থ তলায় পরিত্যক্ত কক্ষে গাঁজা সেবনের সময় ছয় ছাত্রকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে তাদের হাটহাজারী থানা পুলিশে সোপর্দ করা হয়।

বহিষ্কার হওয়া ছয় ছাত্র হলেন ২০১৪-১৫ সেশনের লোকপ্রশাসন বিভাগের আবদুল মুকিব, অর্থনীতি বিভাগের জয়সান বড়ুয়া, ইংরেজি বিভাগের মোহাম্মদ গামি; ২০১৩-১৪ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহিউদ্দিন জালাল, রাজনীতি বিজ্ঞান বিভাগের শামীম আওসান এবং ২০১৬-১৭ সেশনের পরিসংখ্যান বিভাগের সাইফ সিয়াম। বহিষ্কার হওয়া ছাত্ররা চবি শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় সদস্য।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির প্রতিবেদনের সুপারিশক্রমে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নির্বাহী আদেশে ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মূলত তাদের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Bootstrap Image Preview