Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১ বল থেকেই আসলো ১৭ রান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview


ক্রিকেটে এক ওভারে ৩৬ কিংবা তার বেশি রান দেওয়ার নজির রয়েছে। সেক্ষেত্রে বোলার প্রতিটি বল বাউন্ডারির উপর দিয়ে যেতে হবে। আবার কখনো ওয়াইড ও নো বল থেকে অতিরুক্ত রান দিয়ে থাকেন বোলারারা। তবে এবার এমন ক্রিকেট গ্রউন্ডে এমন একটি ঘটনা ঘটেছে যা আগে কখনোই ঘটেনি। এক বল থেকেই আসলো ১৭ রান। 

সত্যিই এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। হোবার্ট হ্যারিকেনসের হয়ে পেন বোলার ২২ বছরের রাইলি মেরেডিথ। তিনি ১ বলে ১৭ রান দিয়ে লজ্জার এক রেকর্ড গড়েছেন। 

বৃহস্পতিবার মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে ইনিংসের শুরু করেছিলেন রাইলি মেরেডিথই। তার করা প্রথম বলটি নো হয়। এরপর দ্বিতীয় বলটিতে ওয়াইড বায় চার রান আসে। তৃতীয় ও চতুর্থ বলটি আবার নো বল হয়। দুটি বল থেকেই ব্যাটসম্যান বাউন্ডারি আদায় করে নেন। শেষমেশ পঞ্চম বলটি ফ্রি হিটে কোনো রান আদায় করনে পারেননি ব্যাটসম্যান। 

প্রথম বল থেকে ১৭ রান দিলেও রাইলি শেষ ৫টি বলে ৬ রান দেন। এদিন তিনি ৩ ওভার বল করে মোট ৪৩ রান খরচ করে ১ উইকেট নেন তিনি। এই ম্যাচ তার দল হোবার্ট হ্যারিকেনস ১৬ রানে ম্যাচ জিতে নেয়।

Bootstrap Image Preview