নিউইয়র্কের মাদাম তুসো জাদুঘরে বলিউডের অনেক তারকার মূর্তি রাখা হয়েছে। তাদের মধ্যে আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফ। এবার সেই তালিকায় যোগ হলো নতুন নাম। জাদুঘরটিতে এবার স্থান পেয়েছে বলিউড ও হলিউডের পরিচিত মুখ প্রিয়াংকা চোপড়া।
জানা যায়, মোমের মূর্তিটি তৈরি করা হয়েছে প্রিয়াংকার এমি অ্যাওয়ার্ডসের লুককে মাথায় রেখে। এই মূর্তিতে লাল গাউনে দেখা যাচ্ছে নায়িকাকে।
এমি অ্যাওয়ার্ডসে সকলের নজর কেড়েছিলেন প্রিয়াংকা। সেখানে তিনি লাল গাউন পরে রেড কার্পেটে হেঁটেছিলেন। তার এই লুককে অন্যতম সেরা লুক বলেই মনে করা হয়েছে।