Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘হারকিউলিস’ নামে ধর্ষকদের হত্যা আইনবহির্ভূত: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৯ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হারকিউলিস-নামে ধর্ষকদের হত্যা করা আইনবহির্ভূত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন ধর্ষকদের হত্যার রহস্য উন্মোচনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর একটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণ যেমন জঘন্যতম অপরাধ, তেমনি ধর্ষকদের হত্যা করাও আইনবহির্ভূত। যারাই হারকিউলিসের নামে ধর্ষকদের হত্যা করছে তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গ্রিক পূরাণের বীর ‘হারকিউলিস’ তার ইতিবাচক-নেতিবাচক বীরত্বের গল্পের কারণে বিখ্যাত। সম্প্রতি তিনি হঠাৎই বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনায়। ‘হারকিউলিস’ ছদ্মনামে তিনি ধর্ষণ মামলার আসামিদের হত্যা করে চলেছেন। কিন্তু কে এই হারকিউলিস? কেন ধর্ষণ মামলার আসামিদের হত্যা করে চলেছেন তিনি। দেশের বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত এমন তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় ঝুলানো থাকছে চিরকুট। চিরকুটের দাবি মতে, খুন হওয়া ব্যক্তিরা ধর্ষক। প্রথম দ্বিতীয় মরদেহের সঙ্গে কোনো দায় স্বীকার না করলেও তৃতীয় মরদেহের সঙ্গে একটি চিরকুটে নিজেকে হারকিউলিস বলে দাবি করে হত্যাকারী।

Bootstrap Image Preview