Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলে ফুটবল ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৮ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ব্রাজিলের ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর যুব দলের অনুশীলন কেন্দ্রের কাছে ডরমিটরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।

ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এ খবর জানানো হয়। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে ক্লাবটির অনুশীলন মাঠ নিনহো ডি উরুবুতে ওই অগ্নিকাণ্ডেন ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ডরমিটরিতে যখন আগুন লাগে তখন খেলোয়াড়রা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্লোবোর খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টারও বেশি সময় পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে হতাহতদের কারো পরিচয় জানা যায়নি। তবে ১৪ থেকে ১৭ বছরের কিশোর ফুটবল খেলোয়াড়রা ওই ডরমিটরি ব্যবহার করত বলে জানা গেছে। আহতদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।

Bootstrap Image Preview