Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাক থেকে কাঁচ নামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক থেকে কাঁচ নামাতে গিয়ে রেজাউল আকন্দ (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচবিবি স্টেশন রোড সংলগ্ন মা হার্ডওয়ার দোকানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী পৌরসভার দানেজপুর এলাকার জালাল আকন্দর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ট্রাক থেকে কাঁচ নামানোর সময় ব্যবসায়ী রেজাউল আকন্দ ট্রাকের পিছনে দাড়িয়েছিলেন। হঠাৎ করে ট্রাকের উপর থেকে কাঁচের বান্ডিল রেজাউলের উপর পরে যায়।

এসময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়াতে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে মুঠোফোনে নিশ্চিত করেন, রোগীর সঙ্গে থাকা নিকটতম প্রতিবেশী আনোয়ার হোসেন।


 

Bootstrap Image Preview