Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেড় বছর আগে মেয়াদ শেষ হওয়া পণ্য বিক্রির দায়ে ফস্টার ক্লার্ককে জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫০ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফস্টার ক্লার্কসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় এই জরিমানা করেন ভোক্তা অধিদফতরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান।

অধিদফতরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন ও আফরোজা রহমান জানান, ফস্টার ক্লার্কসের স্টলে অভিযান চালিয়ে দেখা যায় তারা ২০১৭ সালের এপ্রিলে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এমনই পণ্য বিক্রি করছে তারা। এ জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৫১ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুর পর্যন্ত মেলায় অবস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের স্টল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেলার এক মাসে ৫১ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছে তারা।

Bootstrap Image Preview