Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিড়াল হয়ে গেল বরফ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৩ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জ্যান্ত একটি বিড়াল, সম্পূর্ণ সুস্থ। কিন্তু অবাক করার বিষয় বিড়ালটি বরফে পরিণত হলো। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

দেশটিতে গত ৩১ জানুয়ারি গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের কাছে কালিস্পেল, মন্ট শহরে তাপমাত্রা শূন্যের নীচে নেমে যায়। এসময় মালিকের আদুরে বিড়ালটি বাইরে বেড়িয়ে পড়ে। আর এতেই ঘটে বিপত্তি। বিড়াল হয়ে বেরিয়ে বরফ হয়ে ফিরে আসে সে।

বিড়ালটির মালিকরা জানিয়েছেন, গত সপ্তাহে তাদের উত্তর-পশ্চিম মন্টানার বাড়ির কাছে তারা দেখেন বরফ হয়ে পড়ে রয়েছে সে। তার সারা শরীরের লোম জমে বরফ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

পশু ক্লিনিকের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া দাট্টার বলেন, ও একেবারে জমে গিয়েছিল। ওর শরীরের তাপমাত্রা হয়ে গিয়েছিল ৯০ ডিগ্রি। বিড়ালের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ১০১ ডিগ্রি থাকে।

তিনি আরও বলেন, আমরা তাকে উষ্ণতা দিতে শুরু করি। গরম পানি, হিটিং প্যাড, গরম তোয়ালে দেই। ও এতটাই জমে গিয়েছিল যে, শীতে আর বাড়ি ফিরে যেতে পারছিল না। এক সপ্তাহ পরেই অবশ্য বেশ চাঙ্গা হয়ে গেছে বিড়ালটি।

Bootstrap Image Preview