Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৯ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৯ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় সাদ্দাম হোসেন পাইকাড় (২১) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাবার ঘর থেকে সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ি গ্রামের মোজাহার আলী পাইকাড়ের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন রাজমিস্ত্রির (নির্মান শ্রমিক) কাজ করে জীবিকা নির্বাহ করতো। শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়ে। পাশের ঘরে ঘুমিয়ে ছিল মা-বাবা।শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ঘরের ভেতর গঙ্গানির শব্দ শুনতে পায় মা-বাবা। এ সময় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের ধর্ণার সাথে সাদ্দাম হোসেনের লাশ ঝুলে থাকতে দেখেন তারা। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া সাদ্দাম হোসেনের মৃত্যুর কারণ জানা সম্ভব না। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview