Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাঝরাতে মদপান, ফুফুসহ দুই বোনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৬ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৬ PM

bdmorning Image Preview


বেড়াতে গিয়ে অতিরিক্ত মদপান করে দুই বোনসহ তিন নারীর মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঘটে এমন ঘটনা।

শনিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন- চামেলী, চায়না ও জোসনা। এদের মধ্যে চামেলী ও চায়না আপন বোন। আর জোসনা তাদের ফুফু। তাদের সবার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ গ্রামে।

গজারিয়া থানার ওসি মো. হারুন-অর-রশিদ জানান, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকার খান শিপইয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন চামেলী ও তার স্বামী মন্টু। স্বামী-স্ত্রী দুইজনই ওই শিপইয়ার্ডের ভেতর বসবাস করতেন।

শুক্রবার চামেলীর বাড়িতে বেড়াতে আসেন চায়না ও জোসনা। এরপর রাত ১১টার দিকে সবাই মিলে মদপান করেন। রাত ১২টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে দুই বোন চামেলী ও চায়না মারা যান। এর দুই ঘণ্টা পর মারা যান তাদের ফুফু জোসনা। এদিকে নিহত চামেলীর স্বামী মন্টুর অবস্থা আশঙ্কাজনক।

Bootstrap Image Preview