Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইকসু'র দাবিতে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি প্রদান

আহসান নাঈম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৭ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৭ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও অধিকারসমূহ আদায়ের লক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।

এ উপলক্ষে শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট ইকসু গঠনসহ পাঁচদফা দাবিতে স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির, সাংগঠনিক সম্পাদক মারুফ ওহাবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বারকলিপিতে, অবিলম্বে আইন সংশোধন করে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচন যুক্ত করা, সকল প্রগতিশীল ও স্বাধীনতার পক্ষে ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনায় বসার উদ্যোগ গ্রহণ করা, ছাত্র সংসদ ভবন তৈরি করা, ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনীতির জন্য সকল ছাত্র সংগঠনগুলোর সহ-অবস্থান নিশ্চিত করার দাবি জানান তারা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির বলেন, দীর্ঘদিন ধরে আমাদের দেশের ছাত্ররা সুস্থ রাজনৈতিক ধারা থেকে উপেক্ষিত। তাই সুস্থ রাজনীতির জন্য প্রয়োজন ছাত্র সংসদ। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় ছাত্র সংসদ থাকাটা অত্যান্ত জরুরী।


 

Bootstrap Image Preview