Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভেজাল মদপানে ৪৪ জনের মৃত্যু!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী


গত তিন দিনে ভেজাল মদপানে ৪৪ জনের মৃত্যু হয়েছে। অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ভারতের উত্তর প্রদেশে এই মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, উত্তর প্রদেশ রাজ্যের সাহারনপুরে ৩৬ জন এবং কুশিনগর জেলায় ৮ জন মারা গেছে।

এদিকে পুলিশ বলছে, সাহারানপুরের যারা মারা গেছে তারা পার্শ্ববর্তী উত্তরাখন্ডে গিয়ে ভেজাল মদপান করেছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, কুশিনগর জেলায় ভেজাল মদপানে যে আট জনের মৃত্যু হয়েছে সেই মদ এসেছে বিহার প্রদেশ থেকে। বিহারে মদ উৎপাদন নিষিদ্ধ বলেও জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ভেজাল মদপানে ১৭৫ জনের বেশি লোকের মৃত্যু হয়।

Bootstrap Image Preview