রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীনদের আগমন ও প্রবীণদের বিদায় অনুষ্ঠান আর বার্ষিক বনভোজন উপলক্ষ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা নানা কর্মসূচির আয়োজন করেন।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) পীরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে দিনব্যাপী এ আনন্দঘন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় পীরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি। নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক ও একে-অপরকে কাছে টেনে নেওয়ার প্রত্যয়ে নবীন প্রবীণরা সারাদিন মেতে ছিল আনন্দ-উল্লাসে।
এ সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলার সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আশরাফ উজ জামান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক এএনএম মাসুদুর রহমান, গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক টিএমএম নুরুল মোদাসের চোধুরী, এ্যাপ্লাইড কেমিস্ট্রি এ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক দিলিপ কুমার সরকার, চাঁপাইনবাবগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক শাহীন আকন্দসহ পীরগঞ্জ উপজেলা থেকে আগত বিশ্ববিদ্যালয়ে নবীন কয়েক’শ শিক্ষার্থী।