স্বাগতিক নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে টাইগাররা প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৬ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে টাইগাররা। ২৪৮ রানের জয়ের লক্ষে এখন ব্যাটিং করছে নিউজিল্যান্ড একাদশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪রান।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডঃমাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও শফিউল ইসলাম।
নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশঃজিৎ রাভাল (অধিনায়ক), অ্যান্ড্রু ফ্লেচার, রচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, ডেল ফিলিপ্স, কাটেন ক্লার্ক, শিন সলিয়া, ম্যাক্স চু (উইকেটরক্ষক), থিও ফন ওয়র্কম, ইয়ান ম্যাকপিক, অ্যান্ড্রু হ্যাজেল্ডিন ও জেমি ব্রাউন।