নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছেন সাব্বির আহমেদ। নিজেকে প্রমাণ করার এটাই তাঁর শেষ সুযোগ। তাই সুযোগটা কাজে লাগাতে চান এই ডান হাতি ব্যাটসম্যান।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আজ স্বাগতিক নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে টাইগার একাদশের হয়ে মাঠে নেমেছেন তিনি।
প্রস্তুতি ম্যাচে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাব্বির। ৪১ বল মোকাবেলা করে ছর চার হাঁকিয়ে ৪০ রান করেছেন এই ডান হাতি ব্যাটসম্যান। মুশফিক ও মাহমুদউল্লাহর পর টাইগার একাদশে তাঁর রান তৃতীয় সর্বোচ্চ রান।খেলার শেষের দিকে সাব্বিরের রানে ভর করে টাইগার একাদশের রান দাঁড়ায় ২৪৭।
নিউজিল্যান্ড সিরিজে সাব্বিরের উপর আস্থা আছে ক্যাপ্টেন মাশরাফির। তাইতো তিনি এই সফরে তাকে নেওয়ার জন্য বিসিবির কাছে যুক্তি দেখিয়েছিলেন। কেন সাব্বিরকে দলে নেওয়া যেতে পারে। প্রস্তুতি ম্যাচের প্রথমে সাব্বিরের ব্যাটিং হেসেছে। এখন মূল পর্বের ম্যাচে দেখা যাক ম্যাশের আস্থার কতটা প্রতিদান দিতে পারেন তিনি।