Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাবিতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’র নতুন কমিটি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৩ AM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৩ AM

bdmorning Image Preview


জাহিদ হাসান ইমনকে সভাপতি ও ইসকাদ হারুন আকিবকে সাধারণ সম্পাদক করে শিক্ষা, শান্তি ও আদর্শের পতাকাবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপম ও সাধারন সম্পাদক সাকির মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৮ সদস্যের প্রাথমিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাসফিয়া আফরিন ফারিয়া ও ওসমান গণি রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক- আশরাফুল ইসলাম ও সাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক- সবুজ সিকদার ও সালেম আল বাহার, দপ্তর সম্পাদক- শাহরিয়ার মুজিব, উপ দপ্তর সম্পাদক- আশিক মাহমুদ সোহান, অর্থ সম্পাদক- ইশরাত জেরিন, সাংস্কৃতিক সম্পাদক- সজিব আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক- নুসরাত রহমান, ক্রীয়া সম্পাদক- সৌরভ মাজহার, সহ সম্পাদক- শুভ সরকার ও মোঃ শাহরিয়ার কবির অন্তর।

নবগঠিত সমিতির সভাপতি জাহিদ হাসান ইমন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও তা চর্চার মাধ্যমেই রয়েছে প্রকৃত মানুষ হবার উপায়। জাতির জনকের আদর্শ বাস্তবায়নে ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ সর্বদা কাজ করে যাবে।

সাধারন সম্পাদক ইসকাদ হারুন আকিব বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন ও দেশের ছাত্র সমাজের কাছে বঙ্গবন্ধুর আদর্শের বাণী পৌঁছে দেয়া আমাদের সকলের কর্তব্য। আমাদের নতুন কমিটির সকলে, সে উদ্দেশ্যেই কাজ করে যাবো।

Bootstrap Image Preview