Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটের ৫ উপজেলায় নৌকার মাঝি হলেন যারা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের ৫ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝিকে চুড়ান্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এদের মধ্যে ৩ জন বর্তমান, ১ জন সাবেক চেয়ারম্যান ও ১ জন নতুন মুখ।

শুক্রবার (৮ ফেব্রয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

নৌকার মনোয়ন প্রাপ্তরা হলেন, পাটগ্রাম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রুহুল আমিন বাবুল, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সমাজকল্যাণ মন্ত্রীর ভাই মাহাবুবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাপ্টিবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল আলম ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী ভোলা।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ পাঁচটি ধাপে সম্পন্ন হওয়ার ঘোষনা দিয়েছেন নির্বাচন কমিশন। এর মধ্যে লালমনিরহাটের ৫ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হবে। তাই প্রথম ধাপে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড লালমনিরহাটের ৫ উপজেলার ৫ জনের নাম ঘোষনা করেছেন। মনোনয়ন বোডের ঘোষনার পরপরই মিষ্টি বিতরন শুরু করেছেন সংশ্রিষ্ট উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদল আশরাফ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, এবার পাঁচ ধাপে দেশের ৪৯২ উপজেলায় নির্বাচন হবে। এরমধ্যে ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনিসংহ, সিলেট ও রাজশাহী বিভাগে ৮৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি ও প্রত্যহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।

Bootstrap Image Preview