জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে যশোর জেলার শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান পুলিশের আইজি পদক অর্জন করেছেন।
আইন-শৃংখলা, মাদকদ্রব্য নির্মূল, জঙ্গিবাদ দমন ইত্যাদির উপর বিষয় বিবেচনা তিনি এ পদকে ভূষিত হন বলে জানা যায়। এর আগে তিনি যশোর জেলার মধ্যে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।
এম মসিউর রহমান ১৯৯১সালের ৮জানুয়ারী বাংলাদেশ পুলিশ বাহিনীর ঢাকা ডিএমপিতে এসআই হিসাবে যোগদান করেন। তিনি তার চাকরি জীবনে ঢাকা ডিএমপি, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মাদারীপুর, খুলনায় দায়িত্বপালন করেন। বর্তমানে তিনি যশোর জেলার শার্শা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত আছেন। তিনি ২০১৭ সালের ১০ আগষ্ট শার্শা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন। শার্শা থানায় যোগদান করার পর থেকেই সন্ত্রাসী ও কুখ্যাত মাদক সম্রাটদের কাছে এক মূর্তিমান আতংক হিসাবে পরিচিতি পেয়েছে।
এদিকে শার্শা থানার পরিদর্শক এম মসিউর রহমান পুলিশের আইজি পদকে ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাগআঁচড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।