Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুর্যোগ মোকাবেলায় সরকার ২৪ ঘণ্টাই প্রস্তুত: দুর্যোগ প্রতিমন্ত্রী 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার ২৪ ঘণ্টাই প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

রবিবার (১০ কফেব্রুয়ারি) সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপিতে) নার্সদের জন্য চাপজনিত ঘা প্রতিরোধ বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইজতেমা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। এ ছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সব দলের অংশ নেয়ার অধিকার রয়েছে। বিএনপি নির্বাচনে না এলে তাদের দল অস্তিত সংকটে পড়বে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবা নিয়ে কোনো হাসপাতাল ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সেমিনারে দেশের প্রায় ১০০ সরকারি হাসপাতালের নার্স অংশগ্রহণ করেছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠা ভেলরি এ টেইলর, সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

Bootstrap Image Preview