Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে পুলিশের ওপর হামলার চেষ্টা, ছিনতাইকারী গুলিবিদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর শাহবাগে পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছেন।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, রাতে মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী শাহবাগ এলাকায় ছিনতাই করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ শিশুপার্কের গেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এসময় তারা চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়ে। এসময় এক ছিনতাইকারী মাসুদ (৩৫) গুলিবিদ্ধ হলেও অপর দু’জন পালিয়ে যান। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দসহ চাপাতি উদ্ধার করা হয়েছে। জব্দ করা মোটরসাইকেলটি ছিনতাইকারীরা অন্য জায়গা থেকে চুরি করে নিয়ে এসেছে।

ওসি জানান, গুলিবিদ্ধ মাসুদকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ করছে।

Bootstrap Image Preview