Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশসহ পনেরো দেশের ‘ওয়াল্ড আন্ডারস্ট্যান্ডিং ডে’ উদযাপন

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৯ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২০ PM

bdmorning Image Preview


‘ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং ডে’ উদযাপন উপলক্ষে কলকাতা রোটারি ক্লাবের আয়োজনে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের কলকাতায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, কেনিয়া, ফিজিসহ বিশ্বের পনেরোটি দেশ অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পনেরো সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। উপস্থাপন করা হয় হীরক মুশফিক নির্দেশিত মিউজিক্যাল পারফরম্যান্স ‘দ্য ল্যান্ড অব স্টোরিজ’।

এতে অংশগ্রহণ করেন, বাংলাদেশের আতিকুর রহমান, ইমদাদুল হক, তুষার সরকার, সজল ভৌমিক, তুর্য, রুমা, আনা, নিফাত, শুভশ্রী, চৈতী, সৌভিক, মনসুর সরকার, বিলকিস মীর এবং হীরক মুশফিক। দর্শক ও অন্যান্য দেশের অংশগ্রহণকারীদের কাছে ব্যাপক সমাদৃত এ প্রযোজনাটি বিশেষ পুরস্কারে ভূষিত হয়।

অভিনেতা সজল ভৌমিক বলেন, জীবনে অসংখ্যবার জাতীয় সংগীত গেয়েছি, কিন্তু এবারেরটা একটু অন্যরকম। নিজের দেশকে কোথাও উপস্থাপনের অনুভুতি বর্ণনাতীত।

‘ল্যান্ড অব স্টোরিজ’ এর নির্দেশক হীরক মুশফিক জানান, প্রযোজনা শেষে আমি কিছু প্রবীণ দর্শকের অভিব্যক্তি দেখেছি। তারা চোখের জল আটকে রাখতে পারেননি। শৈশবে ছেড়ে আসা বাংলাদেশকে নতুন করে দেখেছেন তারা, এ প্রাপ্তি বাংলাদেশের।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের অংশগ্রহণকারী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পন্ডিত শুভেন চ্যাটার্জি (তবলা), গুরু সঞ্চিতা ভট্টাচার্য (ওডিসি নৃত্য), রোটারি কলকাতা ডিস্ট্রিক্ট গভর্নর মুকুল সিনহা, রোটারি ক্লাবের সভাপতি ভাস্কর ব্যানার্জি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সুবির মৈত্র প্রমুখ।

 

 

Bootstrap Image Preview